গুগল, টিকটককে জরিমানা করলো রাশিয়া
নিষিদ্ধ কনটেন্টের বিষয়ে যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রকমসনাডজোরের আদেশ মেনে চলতে ব্যর্থ হওয়ায় অ্যালফাবেটের মালিকানাধীন গুগল এবং চীনের বাইটড্যান্সের মালিকানাধীন টিকটকে জরিমান করেছে রাশিয়া। মস্কো আদালতের প্রেস সার্ভিসের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, মস্কোর তাগানস্কি জেলা আদালত গুগলকে ৫ মিলিয়ন রুবল (৫৮ হাজার ৩৮ মার্কিন ডলার) এবং টিকটককে ৪ মিলিয়ন রুবল জরিমানা করেছে। আদালত বলেছে, নিষিদ্ধ কনটেন্ট সরানোর আদেশ দেওয়ার পরেও সেগুলো সনাক্ত করতে ব্যর্থ হওয়ার জন্য এই জরিমানা করা হয়।
এ বিষয়ে গুগল ও টিকটকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি







